ময়মনসিংহ প্রতিনিধি:
ময়ময়নসিংহ নগরীর জনগণকে ভেজালমুক্ত খাবার খাওয়াতে মসিক মেয়র ইকরামুল হক টিটু দিকনির্দশনায় নিরলস ও কঠোরভাবে কাজ করে যাচ্ছে ময়মনসিংহ স্বাস্থ্য বিভাগ। তারই ধারাবাহিকতায় ৩০ জুলাই সকালে মসিক স্বাস্থ্য বিভাগের খাদ্য ও স্যানিটেশন অফিসার দীপক মজুমদার এর নেতৃত্বে ময়মনসিংহ নগরীর গাঙ্গিনার এলাকায় গ্রীন পার্ক রেস্টুরেন্ট,শীতল ছায়া রেস্টুরেন্ট,হোটেল আল হাফিজ,পাক মুসলিম হোটেল,রোম থ্রী,মিষ্টি কাননের তিনটি শো রুম,,কৃষ্ণা কৃবিন,দয়াময়,টিপটপ কনকফেকশনারী পরির্দশন করেন ও তাদের প্রতিষ্ঠানের প্রিমিসেস লাইসেন্স আছে কি না,রান্নাঘরে, ফ্রীজে পচাঁ,বাশী খাবার আছে কিনা তা দেখেন এবং প্রতিষ্ঠানে যারা কাজ করে তাদের এন আই ডি সহ পরিচয় পত্র মসিকে পৌঁছানোর নির্দেশ দেন ও বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন এবং যাদের প্রিমিসেস লাইসেন্স নেই তাদেরকে লাইসেন্স দ্রুত করতে বলেন এবং যাদের লাইসেন্স নবায়ন করা নেই তাদেরকে লাইসেন্স দ্রুত নবায়ন করতে নির্দেশ দেন।এ সময় আরোও উপস্থিত ছিলেন মসিক স্যানিটারী ইন্সপেক্টর মোঃ জয়নাল আবেদীন,মোঃ রেজাউল আলম, মোঃ মোখলেসুর রহমান, সহকারী আব্দুর রহমান সুরুজ সহ প্রমূখ।