রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) শহীদ মুখতার ইলাহী হলে দুর্গাপূজার ছুটির দিনে বিভিন্ন রুমে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।
রবিবার (১৩ অক্টোবর) রাত ৮টায় বিশ্ববিদ্যালয়ের ইলাহি হলে সাধারণ শিক্ষার্থীদের নিরাপত্তার জন্য প্রভোস্ট, সহকারী প্রক্টর, সাংবাদিক ও শিক্ষার্থীদের সহায়তায় অভিযান চালানো হয়। এ সময় দা, রড, প্লাম্বার, লাঠি, পাইপসহ বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।
আবাসিক হলের শিক্ষার্থী আব্দুল আলিম বলেন, বিশ্ববিদ্যালয়ের পূর্বের বঙ্গবন্ধু হলে অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র পাওয়া গিয়েছিল।
প্রশ্ন হচ্ছে, আগে প্রশাসন কেন এই হলে অভিযান চালায়নি? এত দেরি কেন? আমরা মনে করি, এখনো অনেক হলের রুমে অস্ত্র মজুদ রয়েছে, কারণ এখনো সব রুমে তল্লাশি করা হয়নি। আমরা হলে নিরাপদে থাকতে চাই। তাই হল প্রশাসনের প্রতি আমাদের অনুরোধ, আমাদের নিরাপত্তা নিশ্চিত করতে যেন প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হয় এবং সব রুমে তল্লাশি চালানো হয়।
কিন্তু পূর্ববর্তী প্রশাসন যথাযথ পদক্ষেপ নেয়নি। আমরা আশা করি, যারা এই ঘটনার সঙ্গে জড়িত তাদের যত দ্রুত সম্ভব শাস্তির আওতায় আনা হবে। এ ছাড়াও, ভবিষ্যতে কেউ যেন কোনো অস্ত্র নিয়ে হলে প্রবেশ করতে না পারে, সে বিষয়ে হল প্রশাসনকে কড়া নজর রাখতে হবে।
পূর্বে অভিযান চালানো হয়েছে।