আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক বলেছেন, ‘উপজেলা পরিষদ নির্বাচন দলীয় প্রতীক ছাড়া হওয়াটা জনগণের চাহিদা। এ জন্যই জনগণের সরকার প্রধানমন্ত্রী শেখ হাসিনা সিদ্ধান্ত নিয়েছেন। এটা হলে বাংলাদেশের জন্য ভালো হবে।’
আজ শনিবার সকালে কসবা পৌর শহরে মায়ের নামে নবনির্মিত জাহানারা হক পাবলিক লাইব্রেরি উদ্বোধন ও পৌরসভার বাস্তবায়িত ২০টি উন্নয়নমূলক প্রকল্পের কাজের উদ্বোধনের সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
আইনমন্ত্রী বলেন, ‘ভবিষ্যতে দেশে গণতন্ত্র আরো সুদৃঢ় হবে এবং দলীয় প্রতীক ছাড়াই স্থানীয় সরকার নির্বাচন হবে। আজকে সেই শিক্ষণীয় প্রসেসের মধ্যে যদি এবার প্রতীক ছাড়া নির্বাচন হয় সেটা বাংলাদেশের জন্য ভালো হবে।’