অনলাইন ডেস্ক:
রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযানে মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ৫৮ জনকে আটক করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ।
সোমবার (২১ মার্চ) সকাল ৬টা থেকে মঙ্গলবার (২২ মার্চ) সকাল ছয়টা পর্যন্ত ডিএমপির নিয়মিত মাদকবিরোধী অভিযানে রাজধানীর বিভিন্ন থানা এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
মঙ্গলবার (২২ মার্চ) সকালে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার (ডিসি) মো. ফারুক হোসেন এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, আটকের সময় তাদের হেফাজত থেকে দুই হাজার ২৬৯ পিস ইয়াবা, ৩৪ গ্রাম ১০০ পুরিয়া হেরোইন, ১৭ কেজি ৮৭৮ গ্রাম গাঁজা ও ৭ বোতল ফেন্সিডিল জব্দ করা হয়।
আটকদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৪০টি মামলা হয়েছে বলেও জানান পুলিশের এ কর্মকর্তা।
সূত্র: ডিএমপি