অনলাইন ডেস্ক:
দেশে আরো তিনজনের দেহে করোনাভাইরাসের নতুন ধরন অতি সংক্রামক ওমিক্রন ধরা পড়েছে। জার্মানির গ্লোবাল ইনিশিয়েটিভ অন শেয়ারিং অল ইনফ্লুয়েঞ্জা (জিআইএসএআইডি) নতুন তিন রোগী শনাক্তের খবর জানিয়েছে।
এর আগে গতকাল আরো দুজন কভিড রোগীর শরীরে ওমিক্রন ধরন শনাক্ত হয়। এ নিয়ে দেশে ওমিক্রনের মোট সাতজন রোগী ধরা পড়ল। জিআইএসএআইডি অনুযায়ী, নতুন শনাক্ত তিনজন রাজধানীর বনানী এলাকার বাসিন্দা। তাদের দুজন নারী ও একজন পুরুষ। নারীদের একজনের বয়স ৩০ বছর এবং আরেকজনের ৪৭। আর ওমিক্রন শনাক্ত পুরুষের বয়স ৮৪ বছর।
বাংলাদেশে গত বছরের মার্চে প্রথম কভিড রোগী ধরা পড়ার পর এখন পর্যন্ত শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৫ লাখ ৮৪ হাজার ২৩ জন। এর মধ্যে মারা গেছে ২৮ হাজার ৬২ জন।