দুর্নীতি দমন কমিশনের (দুদক) কর্মকর্তাদের মধ্যেও দুর্নীতির কোনো গন্ধ পেলে ছাড় দেওয়া হচ্ছে না বলে জানিয়েছেন কমিশনার মিঞা মোহাম্মদ আলী আকবার আজিজী।
তিনি বলেন, দুর্নীতির বিরুদ্ধে ড. মোমেন কমিশন খুবই সোচ্চার, একবারে জিরো টলারেন্স। নিজের স্টাফদের বিরুদ্ধেও।
বুধবার (২৩ এপ্রিল) দুপুরে দুদক কার্যালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মিঞা মোহাম্মদ আলী আকবার আজিজী এ মন্তব্য করেন।
দুদকের নজরদারি জোরদার করা হয়েছে জানিয়ে তিনি বলেন, ‘আমরা বিভিন্ন জেলা থেকে দক্ষ অফিসারদের হেডকোয়ার্টারে নিয়ে আসছি, যাদের কাজের স্লো গতি দেখেছি তাদের মফস্বলে পাঠাচ্ছি। দুদকের এই প্রক্রিয়াটা চলমান থাকবে দুদকের স্টাফদের মাঝে দুর্নীতির কোনো গন্ধ পেলেই ছাড় দিচ্ছি না।