অনলাইন ডেস্ক: কাতার বিশ্বকাপ চলাকালে একবার তাঁর বিদায়ের রাগিনী বেজে উঠেছিল। পেলে নেই ! সেই গুজব হাওয়ায় মিলিয়ে যাওয়ায় সবার মনে কি তৃপ্তি! বেঁচে আছেন ফুটবলের ‘কালো মানিক’। তিনি লড়ছিলেন ক্যান্সারের সঙ্গে। গতকাল বৃহস্কতিবার এই রোগের কাছে হেরে পৃথিবীর মায়া ছেড়ে ফুটবলের এই কিংবদন্তি চলে গেলেন ওপারে। চলে গেলেন পুরো ফুটবল বিশ্বকে শোকের সাগরে ভাসিয়ে। এই শোকের যেন অন্ত নেই। ... Read More »
