নয়ন চক্রবর্তী, বান্দরবান প্রতিনিধিঃ বান্দরবানে অটোরিকশা ও মিনি টাটা পিকাপ ট্রাক মুখোমুখি সংঘর্ষে অটোরিকশা চালক নিহত হয়েছে।বৃহস্পতিবার (১১মার্চ) বেলা ৩টায় বান্দরবান সদরস্থ বালাঘাটা মুসলিম পাড়া লেবুঝিড়ি রাস্তার মাথা নামক স্থানে এ সড়ক দুর্ঘটনা ঘটে।নিহত ব্যাক্তির নাম শৈ চাউ মার্মা (৩০),পিতাঃ কালাচাঁন মার্মা, গ্রামঃ থোয়াগ্যা পাড়া,কুহালং ইউপি, বান্দরবান সদর।স্থানীয় সুত্রে জানাযায় বালাঘাটা থেকে অটোরিকশা নিয়ে থোয়াংগ্যা পাড়া যাওয়ার পথে বিপরিতগামী মোঃজাহেদ মিয়া(২৮)পিতাঃ ... Read More »
