বরগুনা প্রতিনিধি:পুত্র ও পুত্রবধু কর্তৃক বিধবা মাকে মারধর করে স্বামীর ভিটা-বাড়ি থেকে তাড়িয়ে দেয়া অভূক্ত বিধবা আলেয়া বেগম (৬৫) বাড়িতে খাদ্য সহয়তা পৌছে দিয়েছেন বরগুনার পুলিশ সুপার । শুক্রবার বিকালে পুত্র ও পুত্রবধু নির্যাতনের শিকার কয়েক দিনের অভূক্ত ঔই বিধবা আলেয়া বেগমের হাতে খাদ্য সহয়তা তুলে দেন বরগুনার পুলিশ সুপার মুহাম্মদ জাহাঙ্গির মল্লিক । এ সময় উপস্থিত ছিলেন বরগুনা সদর ... Read More »
