অনলাইন ডেস্ক: হবিগঞ্জের রশিদপুর বন বিটের আওতাধীন গির্জাঘর এলাকায় বনে আগুন দিয়েছে চা বাগান কর্তৃপক্ষ। এই আগুনে হনুমান ও বিরল প্রজাতির কাঠবিড়ালীসহ বেশ কয়েকটি প্রাণী আগুনে পুড়ে গেছে। রেমা-কালেঙ্গা বন্যপ্রাণী অভয়রাণ্যের পাশে প্রায় তিন হেক্টর জায়গার বনজ ফলদ ও ভেষজ গাছ কেটে সেখানে আগুন লাগানো হয়। স্থানীয়রা জানান, হাতিমারা চা বাগানের মালিকপক্ষ গত কয়েক দিনে গির্জাঘর এলাকা থেকে অন্তত ১৪৫টি গাছ ... Read More »
