চট্টগ্রাম প্রতিনিধি: নির্মাণসামগ্রীর অন্যতম প্রধান উপকরণ রডের দাম দেশের বাজারে অস্বাভাবিক হারে বেড়েছে। বিশেষ করে কয়েকদিন ধরে প্রায় প্রতিদিনই বেড়ে চলেছে রডের দাম। এতে দেশের রডের দামের সর্বোচ্চ পর্যায়ে পৌঁছে গেছে জরুরি এই নির্মাণসামগ্রীর দাম। ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে জানা গেছে, এখন ভালো মানের ৭২.৫ গ্রেডের ( ৫০০ডব্লিউ) এক টন রডের দাম খুচরা পর্যায়ে সর্বোচ্চ ৮১ হাজার টাকা। এর আগে ... Read More »
