সিলেট সংবাদদাতাঃ পানি বৃদ্ধি অব্যাহত থাকায় সিলেট নগরীর অভিজাত এলাকা শাহজালাল উপশহর বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। সরেজমিনে দেখা যায়, উপশহর রউজভিউ পয়েন্ট থেকে এবিসি পয়েন্ট পর্যন্ত মেইন রোডে পানি। এ-ব্লক, বি-ব্লক, সি-ব্লক, ডি-ব্লক ও ই-ব্লকের কিছু এলাকা সহ উপশহরের বেশিরভাগ এলাকা পানিতে তলিয়ে গেছে। এছাড়াও সোবহানিঘাট, কালীঘাট, ছড়ারপাড়, শেখঘাট, তালতলা, মাছিমপুরসহ বিভিন্ন এলাকা তলিয়ে যায়। এসব এলাকার বাসাবাড়ি, দোকানপাট ও বিভিন্ন ... Read More »
