ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: একাধিকবার গর্ভধারণ ও অবাধ মিলনের পর গর্ভনিরোধক বড়ি খেয়ে ঘটে যায় চরম বিপদ৷ পরিণতি কখনও মৃত্যু বা পরবর্তী সময় সন্তানধারণে সমস্যা৷ ব্রাহ্মণবাড়িয়ার সরাইল গর্ভনিরোধক এমএম কিট ট্যাবলেট খেয়ে ৬ সন্তানের জননীর মৃত্যু অভিযোগ উঠেছে। কাউকে কিছু না-জানিয়েই এলাকার গ্রাম্য মহিলা চিকিৎসকের কাছ থেকে ভ্রূণ নষ্ট করার ওষুধ এনে খেয়েছিলেন সোহেদা নামের গর্ভবতী এক মহিলা। পরেই পেটে প্রবল ব্যথা ... Read More »
