গ্রাম, গ্রামই। অন্তত শহর বলা যায় না কোন অর্থেই। চারপাশ মলিন গাছপালা,ঝোপঝাড়,বুনো জঙ্গল নতুন বর্ষার পানি পেয়ে পান্নার মতো ঝলসাচ্ছে দুপুরের রোদে। বৃষ্টি থমেছে ঘন্টা দুয়েক,পূর্ব দিকে মেঘ জমেছে আবার,বিকেলে হয়তো আবার ঢালবে। রাস্তা কিছুটা পিচের,কিছু কাচাঁও-সেখানে খানাখন্দ। গর্তে জমে উঠেছে ঘোলাপানি। দু-চারটে মোড়ে নির্জীব মড়াখেকো মুদির দোকান,সেখানে অবিশ্যি কোক-পেপসিও চোখে পড়ল দু’বার। জায়গাটা গরিবই। ১৫০ বছর আগেও আনোয়ারা উপজেলার ... Read More »
