মধুখালী (ফরিদপুর) প্রতিনিধিঃ ফরিদপুরের মধুখালীর বাগাট-নওপাড়া প্রধান সড়কের চর বাগাট নামক এলাকার একটি ব্রীজের আংশিক ভেঙ্গে এখন মরণ ফাঁদে রুপ নিয়েছে। এছাড়া যান চলাচলের অনুপযোগী রয়েছে দীর্ঘদিন। ফলে ভোগান্তি এ রাস্তায় চলাচলকারীরা। স্থানীয় জনপ্রতিনিধি বা সংশ্লিষ্ট বিভাগের কেউ এগিয়ে আসেনি ব্রীজটি সংস্কার বা যানচলাচলের উপযোগী করতে। সোমবার সকালে গিয়ে দেখা যায়, বাগাট-নওপাড়া রাস্তায় একটি ব্রীজের আংশিক ভেঙ্গে আছে। পাঁশ দিয়ে ... Read More »
