অনলাইন ডেস্ক: পুলিশে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে বরিশাল জেলায় শরীরিক, লিখিত ও মৌখিকসহ সাত ধাপের পরীক্ষায় উত্তীর্ণ হন হিজলা উপজেলার বাসিন্দা আসপিয়া ইসলাম কাজল। মেধা তালিকায় হয়েছেন পঞ্চম। তবে পুলিশের প্রতিবদনে ‘ভূমিহীন’ আছপিয়া ইসলাম কাজল। এটাই নাকি তার চাকরি পেতে বাধা। হতাশায় বুধবার বরিশাল পুলিশ লাইন্সের গেটে দীর্ঘক্ষণ বসেছিলেন আসপিয়া। সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল সেই ছবি ভাইরাল হয়। বিষয়টি নিয়ে ... Read More »
