বরগুনা প্রতিনিধিঃ অজ্ঞাত বেওয়ারিশ লাশ হিসেবে ২৩ জনের মরদেহ বরগুনার ঢলুয়া ইউনিয়নের পোটকাখালী গ্রামের খাকদোন নদীর তীরে গণ কবরে দাফন করা হয়েছে। লঞ্চ র্দূঘটনার নিখোঁজের তালিকা যতই দিন গড়াচ্ছে ততই লম্বা হচ্ছে। নিখোঁজদের স্বজনদের বরগুনা জেলা প্রশাসক কার্যালয় যোগাযোগ করতে দেখা গেছে। আগুন র্দূঘটনা কবলিত লঞ্চ থেকে বেঁচে ফেরা যাত্রী মো. আ. হাই নেছারী জানান, আমি বেতাগী থেকে এসেছি । ... Read More »
