Monday , 28 April 2025
E- mail: news@dainiksakalbela.com/ sakalbela1997@gmail.com
ব্রেকিং নিউজ
টঙ্গীতে ছাঁটাইয়ের প্রতিবাদে ২ সহস্রাধিক শ্রমিকের বিক্ষোভ, সড়ক অবরোধ
--সংগৃহীত ছবি

টঙ্গীতে ছাঁটাইয়ের প্রতিবাদে ২ সহস্রাধিক শ্রমিকের বিক্ষোভ, সড়ক অবরোধ

অনলাইন ডেস্কঃ

টঙ্গীর চেরাগালী এলাকায় যমুনা অ্যাপারেলস লি. নামক প্রতিষ্ঠানে কর্মরত ১১৪ জন শ্রমিককে ছাঁটাইয়ের প্রতিবাদে ও ৩ জন কর্মকর্তাসহ বেশ কয়েকজনকে চাকরিচ্যুত করার দাবিতে দুই সহস্রাধিক শ্রমিক আন্দোলন শুরু করেছেন। তারা কাজ বন্ধ করে কারখানার সামনে একটি শাখা সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন।

আজ রবিবার (২৭ এপ্রিল) দুপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের টঙ্গীর চেরাগআলী এলাকায় এ দৃশ্য দেখা যায়। শ্রমিকরা জানান, গত ২২ এপ্রিল মালিকপক্ষ হঠাৎ করে ১১৪ জন শ্রমিককে অন্যায়ভাবে ছাঁটাই করে।

গতকাল শনিবার কারখানা খুললে শ্রমিকরা কর্মবিরতি দিয়ে ১১৪ জন ছাঁটাই হওয়া শ্রমিকদের পুনর্বহাল ও তিন কর্মকর্তার অপসারণ এবং কয়েক মাস আগে ছাঁটাই হওয়া দুই শ্রমিকের পুনর্বহাল বাতিলের দাবিতে আন্দোলন শুরু করেন। মালিকপক্ষ শ্রমিকদের সঙ্গে সমস্যা সমাধানের কোনো উদ্যোগ না নেওয়ায় আজ রবিবার সকাল থেকে তারা পুনরায় আন্দোলন শুরু করেন। তারা দাবি আদায়ে কারখানার সামনের শাখা সড়ক বন্ধ করে মাইকে বিভিন্ন স্লোগান দেন।

আন্দোলনরত শ্রমিক অপারেটর মায়া বেগম, ইয়াসিন মিয়া, আরিফ হোসেন ও মেহেদী হাসান বলেন, আমাদের দাবি আদায় হওয়ার পূর্ব পর্যন্ত আন্দোলন চলবে।

যমুনা অ্যাপারেলস লিমিটেডের মালিক রফিক সাজ্জাদ বলেন, ‘ফ্যাক্টরির মধ্যে যারা উশৃঙ্খল শ্রমিক ছিল তাদেরকে শ্রম আইন অনুযায়ী বাতিল করা হয়েছে। এখন তারা অযৌক্তিক আন্দোলন করছে। বিষয়টি কলকারখানা অধিদপ্তরসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা দেখছেন।’

গাজীপুর শিল্প পুলিশের টঙ্গী অঞ্চলের পরিদর্শক ইসমাইল হোসেন বলেন, ‘মালিক-শ্রমিক সমঝোতার চেষ্টা চলছে।’

About Syed Enamul Huq

Leave a Reply