Saturday , 19 April 2025
E- mail: news@dainiksakalbela.com/ sakalbela1997@gmail.com
ব্রেকিং নিউজ
বাংলাদেশের সঙ্গে সম্পর্কে এগোচ্ছে পাকিস্তান, যা ভাবছে ভারত
--সংগৃহীত ছবি

বাংলাদেশের সঙ্গে সম্পর্কে এগোচ্ছে পাকিস্তান, যা ভাবছে ভারত

অনলাইন ডেস্কঃ

শেখ হাসিনা সরকারের পতনের পর বাংলাদেশ-পাকিস্তান সম্পর্কের জট খুলতে শুরু করেছে। একই সঙ্গে শেখ হাসিনাকে ভারত আশ্রয় দেওয়াসহ নানা ইস্যুতে সম্পর্কের অবনতি হয়েছে ভারতের সঙ্গে। এর মধ্যেই প্রায় ১৫ বছর পর বৃহস্পতিবার বাংলাদেশ ও পাকিস্তানের পররাষ্ট্রসচিব আলাপে বসেছিলেন।

রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা ড. ইউনূসের সঙ্গেও সৌজন্য সাক্ষাৎ করেন পাকিস্তানের পররাষ্ট্রসচিব আমনা বালুচ।

বৈঠকে সহযোগিতা বাড়ানোর পাশাপাশি বাণিজ্য ও ব্যবসার সম্ভাবনা খুঁজে বের করতে পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক মজবুত করার ওপর জোর দেন ড. ইউনূস।বাংলাদেশ-পাকিস্তানের এমন সম্পর্ককে ভারতীয় বেশ কিছু গণমাধ্যমে দেশটির জন্য হুমকি হিসেবে সংবাদ প্রকাশ করা হয়। তবে বৃহস্পতিবার নিয়মিত সাপ্তাহিক ব্রিফিংয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়ালের কাছে এক সাংবাদিক এ বিষয়ে জানতে চান। রণধীর জয়সওয়াল জবাবে বলেন, ‘এ ব্যাপারে আমরা অবগত আছি।

এদিকে চলতি মাসেই বাংলাদেশে আসবেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার। বিষয়টি ভারত কোন চোখে দেখছে, জানতে চাইলে মুখপাত্র বলেন, ‘বিষয়টি আমাদের নজরে রয়েছে।’ 

About Syed Enamul Huq

Leave a Reply