Saturday , 19 April 2025
E- mail: news@dainiksakalbela.com/ sakalbela1997@gmail.com
ব্রেকিং নিউজ
একাত্তরে গণহত্যার জন্য পাকিস্তানের ক্ষমা চাওয়া নিয়ে আলোচনা
--সংগৃহীত ছবি

একাত্তরে গণহত্যার জন্য পাকিস্তানের ক্ষমা চাওয়া নিয়ে আলোচনা

অনলাইন ডেস্কঃ

৭১ এর গণহত্যার জন্য পাকিস্তানের ক্ষমা চাওয়ার বিষয়ে বৈঠকে আলোচনা হয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্র সচিব জসিম উদ্দিন। পাকিস্তানের পররাষ্ট্র সচিব আমনা বালুচের সঙ্গে বৈঠক শেষে এ তথ্য জানিয়েছেন তিনি।

আজ বৃহস্পতিবার রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবন ‘পদ্মা’য় আয়োজিত এফওসিতে বাংলাদেশের পররাষ্ট্রসচিব মো. জসীম উদ্দিন এবং পাকিস্তানের পররাষ্ট্রসচিব আমনা বালুচ তাদের নিজ নিজ পক্ষের নেতৃত্ব দেন।

ব্রিফিংয়ে পররাষ্ট্র সচিব জসিম উদ্দিন বলেন, পাকিস্তানের সাথে বাংলাদেশের সম্পর্ক এগিয়ে নিতে প্রধান উপদেষ্টার সাথে আলোচনা করেছেন।

বাংলাদেশ-পাকিস্তানের সম্পর্ককে এগিয়ে নিতে উভয় পক্ষই দু-দেশের সম্পর্ক উন্নয়নে একমত হয়েছে।তিনি বলেন, বিশেষ করে ৭১ এর অমীমাংসিত বিষয়, কৃষি, ব্যবসা-বাণিজ্য, শিল্প সংস্কৃতি, খেলাধুলা, সরাসরি ফ্লাইট চালু, উচ্চ শিক্ষাসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করেছে দুদেশ।

এখন বাংলাদেশ-পাকিস্তান সম্পোর্কন্নয়নে অমীমাংসিত বিষয়গুলোর মীমাংসা করার উপযুক্ত সময় বলেও মন্তব্য করেন পররাষ্ট্র সচিব।

খুব শিগগির বাংলাদেশ-পাকিস্তানের সরাসরি ফ্লাইট চালু হবে বলেও জানান তিনি।

About Syed Enamul Huq

Leave a Reply