ছয় দফা দাবিতে আন্দোলনরত পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীদের সঙ্গে শিক্ষা মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট দপ্তরের কমকর্তাদের বৈঠক শেষ হয়েছে। বৈঠক ফলপ্রসূ না হওয়ায় কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা।
আজ বৃহস্পতিবার (১৭ এপ্রিল) সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ে কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের অতিরিক্ত সচিবের সঙ্গে দীর্ঘ তিন ঘণ্টা বৈঠক শেষে বেলা ৩টার দিকে বেরিয়ে ব্রিফিংকালে কারিগরি ছাত্র আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় প্রতিনিধি মো. মাশফিক ইসলাম বলেছেন, ‘গতকালের সারাদেশে আন্দোলনের প্রেক্ষিতে আজ আমাদের প্রস্তাব দেওয়া হয়েছিল, শিক্ষা উপদেষ্টাসহ অন্যান্য সংশ্লিষ্ট সকলের সঙ্গে বৈঠক হবে। কিন্তু আজকের বৈঠকে শিক্ষা উপদেষ্টা ও সচিব আমাদের মাঝে উপস্থিত ছিলেন না।
তবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে কিছু বিষয় নিয়ে আলোচনা হয়েছে। কিন্তু সেই আলোচনায় আমরা দৃশ্যমান কোনো পদক্ষেপ দেখতে পাইনি। এজন্য আজকের বৈঠকে আমরা সন্তুষ্ট নই। আমাদের ডেকে তারা কোনো সমাধান দিতে পারেন নি।তার পরিপ্রেক্ষিতে সারা বাংলাদেশের সকল পলিটেকনিক ইনস্টিটিউট ও কারিগরি ছাত্র আন্দোলন একত্রিতভাবে সিদ্ধান্তক্রমে কঠোর কর্মসূচির দিকে যাবে। আমাদের দাবি না আদায় পর্যন্ত আন্দোলন চলমান থাকবে।’জানা গেছে, ছয় দফা দাবিতে গতকাল সারাদেশে রেলপথ ও সড়কপথ অবরোধ করে বিক্ষোভ করে পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। এতে রাজধানীসহ সারাদেশে চরম দুর্ভোগে পড়ে মানুষ।
শিক্ষার্থীদের কঠোর আন্দোলনের কারণে আলোচনায় বসার কথা জানায় শিক্ষা মন্ত্রণালয়।এর প্রেক্ষিতে আজ রেলপথ অবরোধ কর্মসূচি পালন থেকে সরে আসেন শিক্ষার্থীরা। তবে আজকের আলোচনায় ফলপ্রসূ সিদ্ধান্ত না হওয়ায় কঠোর কর্মসূচির দেওয়ার কথা জানিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা।