Friday , 21 March 2025
E- mail: news@dainiksakalbela.com/ sakalbela1997@gmail.com
ব্রেকিং নিউজ
ড. ইউনূস ও নরেন্দ্র মোদির বৈঠক আয়োজন নিয়ে যা জানা গেল
--ড. মুহাম্মদ ইউনূস ও নরেন্দ্র মোদি

ড. ইউনূস ও নরেন্দ্র মোদির বৈঠক আয়োজন নিয়ে যা জানা গেল

অনলাইন ডেস্কঃ

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠক আয়োজন নিয়ে নয়াদিল্লি ও ঢাকার মধ্যে যোগাযোগ হয়েছে। আগামী এপ্রিলের প্রথম সপ্তাহে থাইল্যান্ডের ব্যাংককে অনুষ্ঠিতব্য বিমসটেক শীর্ষ সম্মেলনের ফাঁকে তাঁরা মিলিত হতে পারেন।

বৃহস্পতিবার (২১ মার্চ) ভারতের সংবাদ সংস্থা এএনআই এ তথ্য জানিয়েছে।

ষষ্ঠ বিমসটেক সম্মেলনে যোগ দিতে  প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আগামী ২-৪ এপ্রিল ব্যাংকক সফর করার কথা রয়েছে।

 এএনআইকে বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন বলেন, ‘বিমসটেক শীর্ষ সম্মেলনের ফাঁকে আমাদের দুই নেতার মধ্যে দ্বিপক্ষীয় বৈঠক করার জন্য আমরা ভারতের সঙ্গে কূটনৈতিকভাবে যোগাযোগ করেছি।’এদিকে, ২৮ মার্চ চীনের প্রেসিডেন্ট শি চিন পিংয়ের সঙ্গে দেখা করার কথা রয়েছে প্রধান উপদেষ্টা ড. ইউনূসের।

About Syed Enamul Huq

Leave a Reply