Wednesday , 19 March 2025
E- mail: news@dainiksakalbela.com/ sakalbela1997@gmail.com
ব্রেকিং নিউজ
ঈদ বোনাস ও বেতনের দাবিতে গাজীপুরে শ্রমিকদের কর্মবিরতি
--সংগৃহীত ছবি

ঈদ বোনাস ও বেতনের দাবিতে গাজীপুরে শ্রমিকদের কর্মবিরতি

অনলাইন ডেস্কঃ
গাজীপুরের কোনাবাড়ীতে ঈদ বোনাস, ছুটির ভাতা ও চলতি অর্ধেক মাসের বেতনের দাবিতে কর্মবিরতি পালন করেছেন আলিফ গ্রুপের স্বাধীন গার্মেন্টস লিমিটেডের শ্রমিকরা। বুধবার (১৯ মার্চ) কারখানার অভ্যন্তরে এই কর্মসূচি পালন করেন তারা।শ্রমিক ও পুলিশ সূত্র জানায়, ঈদের বোনাস, গত বছরের বাৎসরিক ছুটির ভাতা ও চলতি মাসের অর্ধেক বেতনের দাবিতে কারখানার অভ্যন্তরে সকাল ৯টার দিকে কর্মবিরতি শুরু করেন শ্রমিকরা। এসব দাবিতে তারা বেশ কিছুদিন ধরে আন্দোলন ও কর্মবিরতি পালন করছেন তারা।

শ্রমিকরা বলেন, ‘কয়েক দিন ধরেই ঈদ বোনাস, ছুটির ভাতা, চলতি মাসের অর্ধেক বেতনের দাবিতে আন্দোলন করছি। অথচ কোনো সমাধান পাওয়া যাচ্ছে না। অন্যান্য কারখানার শ্রমিকরা ঈদের কেনাকাটা নিয়ে ব্যস্ত। অথচ তারা আন্দোলন নিয়ে ব্যস্ত।
কর্তৃপক্ষ কারখানায় আসা বন্ধ করে দিয়েছে। তারা এখনো কোনো সিদ্ধান্তে পৌঁছতে পারেনি। প্রতিবছর ঈদকে সামনে রেখে মালিকরা এমনটা করে।’আলিফ গ্রুপের জেনারেল ম্যানেজার মো. সেলিম বলেন, ২৫ মার্চ ঈদ বোনাস এবং ২৭ মার্চ চলতি মাসের অর্ধেক বেতন দেওয়া হবে। কিন্তু শ্রমিকরা তা মানছেন না।
জিএমপির কোনাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম জানান, মালিকপক্ষকে সমস্যা সমাধানের কথা বলা হয়েছে। অপ্রীতিকর ঘটনা এড়াতে কারখানায় থানা ও শিল্প পুলিশ মোতায়েন করা আছে।

About Syed Enamul Huq

Leave a Reply