বগুড়ায় শ্রমিক নেতাকে ছুরিকাঘাতের জেরে নওগাঁ থেকে বগুড়া-ঢাকা রুটে বাস চলাচল বন্ধ রয়েছে। বুধবার সকাল থেকে আন্তঃজেলা ও দূরপাল্লার সব ধরণের বাস চলাচল বন্ধ রাখা হয়। পূর্ব ঘোষণা ছাড়া বাস চলাচল বন্ধে চরম বিপাকে পড়েছেন সাধারণ যাত্রীরা।
জানা গেছে, গতকাল মঙ্গলবার বিকেলে বগুড়ার স্টেশন রোডে মিতালী পাম্প এলাকায় নারকেল ব্যবসায়ীদের সঙ্গে সিএনজি চালকদের বাকবিতণ্ডা হয়।
এ সময় তাদেরকে থামাতে গেলে বগুড়া মোটর শ্রমিক ইউনিয়নের দুই নেতা ছুরিকাঘাতে আহত হন। এর প্রতিবাদে নওগাঁ থেকে কোন বাস বগুড়ার ওপর দিয়ে চলাচল করতে দেওয়া হচ্ছে না।
ঈদের আগে হঠাৎ করে বাস চলাচল বন্ধ থাকায় এ পথের যাত্রীদের ভোগান্তি পোহাতে হচ্ছে। বাসস্ট্যান্ডে ব্যাটারিচালিত ইজিবাইকের আনাগোনা ছিল বেশি। অনেক যাত্রী কাউন্টারে বাস না পেয়ে ইজিবাইকে করেই বগুড়ায় যাচ্ছেন। তবে দূরপাল্লার কিছু বাসকে বগুড়ার কাহালু রুট দিয়ে গন্তব্য ছেড়ে যেতে দেখা গেছে।
মোসলেম উদ্দিন নামে বগুড়াগামী এক যাত্রী বলেন, জরুরি কাজে বগুড়া যাওয়ার জন্য বাস টার্মিনালে এসে দেখি বাস চলাচল বন্ধ। বাধ্য হয়ে ব্যাটারিচালিত ইজিবাইকে দ্বিগুণ ভাড়ায় রওনা দিতে হচ্ছে। যে কারণে বাস চলাচল বন্ধ রাখা হয়েছে তা সাধারণ মানুষকে হয়রানি করা ছাড়া আর কিছুই না।