Monday , 10 March 2025
E- mail: news@dainiksakalbela.com/ sakalbela1997@gmail.com
ব্রেকিং নিউজ
বাংলাদেশে নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচন চায় যুক্তরাজ্য : সারাহ কুক
--সংগৃহীত ছবি

বাংলাদেশে নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচন চায় যুক্তরাজ্য : সারাহ কুক

অনলাইন ডেস্কঃ

বাংলাদেশে একটি নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচন চায় যুক্তরাজ্য বলে জানিয়েছেন ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক।

সোমবার (১০ মার্চ) আগারগাঁওয়ের নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীনের সঙ্গে বৈঠক শেষে এ কথা বলেন ব্রিটিশ হাইকমিশনার।

সারাহ কুক বলেন, যুক্তরাজ্য বাংলাদেশে একটি নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচন চায়। এজন্য যে কোনো সহায়তা দিয়ে বাংলাদেশের পাশে থাকবে যুক্তরাজ্য।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আসন্ন নির্বাচন বিষয়ে ফলপ্রসু আলোচনা হয়েছে।

সিইসি এ এম এম নাসির উদ্দীন বলেন, আমরা যাতে ডিসেম্বরে জাতীয় নির্বাচনের টাইমলাইন মিস না করি সেই বিষয় মাথায় রেখেই প্রস্তুতি নিচ্ছি। ডিসেম্বরে নির্বাচন করতে অক্টোবরে তফসিল দিতে হবে।

তিনি আরো বলেন, ব্রিটিশ হাইকমিশনার আমাদের নির্বাচনের প্রস্তুতি জানতে চেয়েছিল। আমরা সব বলেছি। তারা আমাদের সহায়তা করতে চায়।

সিইসি জানান, আমরা তাকে পর্যবেক্ষক, ভোটার তালিকা, পার্টি রেজিস্ট্রেশন সম্পর্কে জানিয়েছি। জাতীয় নির্বাচনের কেনাকাটার বিষয়েও জানানো হয়েছে।

আমরা তাদের রাজনৈতিক দলগুলোর পোলিং এজেন্টদের ও পর্যবেক্ষকদের প্রশিক্ষণ দেওয়ার অনুরোধ করেছি। তারা আমাদের অগ্রগতি নিয়ে সন্তুষ্ট।

About Syed Enamul Huq

Leave a Reply