Monday , 10 March 2025
E- mail: news@dainiksakalbela.com/ sakalbela1997@gmail.com
ব্রেকিং নিউজ
সমন্বয়ক পরিচয়ে সাবেক এমপির বাড়ি দখল, যৌথ বাহিনীর অভিযানে উদ্ধার
--সংগৃহীত ছবি

সমন্বয়ক পরিচয়ে সাবেক এমপির বাড়ি দখল, যৌথ বাহিনীর অভিযানে উদ্ধার

অনলাইন ডেস্কঃ

সমন্বয়ক ও ছাত্র প্রতিনিধি পরিচয়ে টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ফ্যাসিস্ট সরকারের সাবেক এমপি অ্যাডভোকেট জোয়াহেরুল ইসলাম জোয়াহেরের বাসা দখলমুক্ত করেছে যৌথ বাহিনী। শনিবার (৮ মার্চ) রাত সাড়ে ১০টার দিকে শহরের ছোট কালীবাড়ী এলাকার বাসা থেকে মানসিক ভারসাম্যহীনদের বের করে সন্তোষ বড়ইতলায় পূর্বের বাসায় নেওয়া হয়েছে।

গতকাল রাত সাড়ে ৯টা থেকে সদর উপজলার সহকারী কমিশনার (ভূমি) রুহুল আমিন শরিফের নেতৃত্বে সেনাবাহিনী ও পুলিশ যৌথভাবে এ অভিযান পরিচালনা করে।

এর আগে শনিবার ছাত্র প্রতিনিধি ও সমন্বয়ক পরিচয়ে মারইয়াম মুকাদ্দাস মিষ্টি টাঙ্গাইল-৮ সখীপুর-বাসাইল আসনের সাবেক এমপি জোয়াহেরুল ইসলামের বাসার তালা ভেঙে ২০ জন পাগল নিয়ে ভবনে প্রবেশ করেন। এতে জেলাজুড়ে সমালোচনার সৃষ্টি হয়।

জোয়াহরুল ইসলামের স্ত্রী রওশন আরা খান জানান, তাদের কাছে মিষ্টি নামের এক মেয়ে ১০ কোটি টাকা চাঁদা চেয়েছিল। সেই টাকা না দেওয়ায় তারা বাড়ি  দখল করে। এ ঘটনায় থানায় মামলা করা হবে। বাড়িটি আমার নামে, স্বামীর নামে নয়।

টাঙ্গাইল সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রুহুল আমিন শরিফ জানান, ১৭ জন মানসিক ভারসাম্যহীনদের উদ্ধার করা হয়েছে। সমাজসেবাসহ সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে তাদের পুনর্বাসন করা হবে।

টাঙ্গাইল সদর থানার ওসি তানভীর আহম্মেদ বলেন, রাতেই মানসিক ভারসাম্যহীনদের বাসা থেকে সরিয়ে দেওয়া হয়।

সমন্বয়ক মারইয়াম মুকাদ্দাস মিষ্টিকে এসি ল্যান্ড অফিসে নিয়ে যাওয়া হয়। সেখানে মুচলেকা নিয়ে তার স্বামীর তত্ত্বাবধানে তুলে দেওয়া হয়। 

About Syed Enamul Huq

Leave a Reply