Monday , 10 March 2025
E- mail: news@dainiksakalbela.com/ sakalbela1997@gmail.com
ব্রেকিং নিউজ
‘ধর্ষণবিরোধী মঞ্চ’ ঘোষণা করলেন ছাত্রীরা, দুই দাবি
--সংগৃহীত ছবি

‘ধর্ষণবিরোধী মঞ্চ’ ঘোষণা করলেন ছাত্রীরা, দুই দাবি

অনলাইন ডেস্কঃ

মাগুরায় আট বছরের শিশু আসিয়া ধর্ষণসহ সম্প্রতি ধর্ষণ ও নারী নিপীড়নের ঘটনায় প্রতিবাদ জানিয়ে ‘ধর্ষণবিরোধী মঞ্চ’ ঘোষণা করা হয়েছে। গত রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রীরা এই মঞ্চের ঘোষণা দেন। পরে সংবাদমাধ্যমে পাঠানো ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী রাফিয়া রেহনুমা হৃদির সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, নারীর প্রতি সংঘটিত ধর্ষণ, নিপীড়ন, নারীবিদ্বেষী ‘মব’ এবং বিচারহীনতার সংস্কৃতির বিরুদ্ধে এই মঞ্চের অবস্থান।

এই মঞ্চ থেকে দুই দফা দাবি উত্থাপিত হয়েছে-

এক. অনতিবিলম্বে ধর্ষণবিরোধী বিশেষ ট্রাইব্যুনাল গঠনের মাধ্যমে সব ধর্ষণের বিচার নিশ্চিত করতে হবে।

দুই. আছিয়ার হত্যাচেষ্টাকারী এবং ধর্ষকের মৃত্যুদণ্ড কার্যকর করতে হবে। যত দিন পর্যন্ত দাবি বাস্তবায়ন না হচ্ছে, তত দিন পর্যন্ত ‘ধর্ষণবিরোধী মঞ্চ’ তাদের কর্মসূচি বহাল রাখবে।

এ ঘটনায় গতকাল শনিবার মধ্যরাতে রাস্তায় নেমে দীর্ঘক্ষণ আন্দোলন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

আন্দোলন থেকে তারা ২৪ ঘণ্টার আলটিমেটাম দিয়ে এ ঘটনায় জড়িতদের প্রকাশ্যে শাস্তির দাবি জানিয়েছেন।গত বৃহস্পতিবার (৬ মার্চ) মাগুরা শহরে ঘটনাটি ঘটে। বোনের শ্বশুরবাড়িতে বেড়াতে যাওয়া আট বছরের শিশুটি ধর্ষণের শিকার হয় বলে মামলার এজাহারে অভিযোগ করেন তার মা। ঘটনার দিন অবস্থার অবনতি হলে ফরিদপুর মেডিক্যাল থেকে শিশুটিকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে আনা হয়। শুক্রবার (৭ মার্চ) তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়।

About Syed Enamul Huq

Leave a Reply