Tuesday , 4 March 2025
E- mail: news@dainiksakalbela.com/ sakalbela1997@gmail.com
ব্রেকিং নিউজ
মানুষকে জিম্মি করে অতিরিক্ত মুনাফা করা পাপ : ধর্ম উপদেষ্টা
--সংগৃহীত ছবি

মানুষকে জিম্মি করে অতিরিক্ত মুনাফা করা পাপ : ধর্ম উপদেষ্টা

অনলাইন ডেস্কঃ

মানুষকে জিম্মি করে অতিরিক্ত মুনাফা করা পাপ। এ ধরনের প্রবণতা থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন ধর্মবিষয়ক উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন। আজ রবিবার (২ মার্চ) বাংলাদেশ ব্যাংকের কেন্দ্রীয় মসজিদে রমজানের তাৎপর্ষ শীর্ষক আলোচনায় তিনি এ মন্তব্য করেন।

ধর্মবিষয়ক উপদেষ্টা বলেন, ‘দেশের ধনীরা জাকাত দিলে বছরে এক লাখ কোটি টাকার তহবিল গঠিত হবে।

এ অর্থের সঠিক বণ্টন করা হলে ১০ বছর পরে কোনো ভিক্ষুক খুঁজে পাওয়া যাবে না বলে মন্তব্য করেছেন। যারা দেশের সম্পদ লুট করে বিক্রি করে দেয় তারা দেশদ্রোহী, তারা দেশপ্রেমিক হতে পারে না। এদের বিচার হওয়া উচিত। এ ধরনের মানসিকতা পরিবর্তন না হলে দেশ কখনো নিজের পায়ে দাঁড়াতে পারবে না।
ধর্ম উপদেষ্টা আরো বলেন, ঘুষের লোভে ফাইল আটকিয়ে রাখার মানসিকতা পরিহার করতে হবে।

About Syed Enamul Huq

Leave a Reply