Tuesday , 4 March 2025
E- mail: news@dainiksakalbela.com/ sakalbela1997@gmail.com
ব্রেকিং নিউজ
সাহরি-ইফতারের সময়সূচি নিয়ে বিভ্রান্তি, যে বার্তা দিল ইসলামিক ফাউন্ডেশন
--ফাইল ছবি

সাহরি-ইফতারের সময়সূচি নিয়ে বিভ্রান্তি, যে বার্তা দিল ইসলামিক ফাউন্ডেশন

অনলাইন ডেস্কঃ

আসন্ন রমজানের সাহরি ও ইফতারির সময়সূচি প্রকাশ করেছে ইসলামিক ফাউন্ডেশন। এ নিয়ে একটি পক্ষের মধ্যে বিভ্রান্তি দেখা গেছে। তবে ইসলামিক ফাউন্ডেশন প্রণীত সাহরি ও ইফতারের সময়সূচি নিয়ে বিভ্রান্তির কোনো অবকাশ নেই বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে গতকাল বৃহস্পতিবার এ বার্তা দেয় ইসলামিক ফাউন্ডেশন। তাদের ভাষ্য, দেশের আলেম ওলামা ও বিশেষজ্ঞদের মাধ্যমেই এই সময়সূচি প্রকাশ করা হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি কিছু কিছু ব্যক্তি ও সংগঠন সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্ন মাধ্যমে ইসলামিক ফাউন্ডেশন প্রণীত সাহরি এবং ইফতারের সময়সূচি নিয়ে বিভ্রান্তি ছড়াচ্ছে। বর্তমানে যে সাহরি ইফতারের সময়সূচি বের করা হয়েছে তা আলেম ওলামা এবং বিশেষজ্ঞদের নিয়ে গঠিত কমিটি প্রণয়ন করেছে। সেখানে বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব মুফতি আব্দুল মালেকসহ প্রখ্যাত ওলামায়ে কেরাম, আবহাওয়া অধিদপ্তরের বিশেষজ্ঞরা, মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন কেন্দ্রের প্রতিনিধি, ঢাকা বিশ্ববিদ্যালয় ভূগোল বিভাগের শিক্ষকসহ সংশ্লিষ্ট বিষয়ে বিশেষজ্ঞরা উপস্থিত ছিলেন।

ইফতারের ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য। ইফতারের সময়সূচি সতর্কতামূলকভাবে ৩ মিনিট পরে রাখা হয়েছিল। ব্যক্তি জীবনে অনেকে সতর্কতামূলক ভাবে আরও ৩ মিনিট পরে ইফতার করেন। এতে করে ইফতারের সময় ক্রমান্বয়ে পিছিয়ে যাচ্ছে। অথচ শরিয়তের বিধান মতে ‘শীঘ্রই ইফতার করা উত্তম’। তা ছাড়া বহির্বিশ্বে সময় নিয়ে যারা গবেষণা করেন তারা (৩ মিনিট কমিয়ে এবং ৩ মিনিট বাড়িয়ে দেওয়ার কারণে) এই সময় সূচি তাদের সঙ্গে অমিল পরিলক্ষিত হয়। ফলে বিভ্রান্তি সৃষ্টি হয়।

সার্বিক দিক বিবেচনা করে কমিটি সিদ্ধান্ত নিয়েছে যে সাহরি, ফজরের আজান এবং ইফতারের জন্য কেবল সঠিক সময় ইসলামিক ফাউন্ডেশন প্রণয়ন করবে। কেউ চাইলে নিজ দায়িত্বে সতর্কতা অবলম্বন করতে পারেন। বর্তমান প্রণীত সময়সূচি অত্যন্ত সূক্ষ্মাতি সূক্ষ্ম হিসাব করেই প্রণয়ন করা হয়েছে এবং তা সঠিক। এ নিয়ে বিভ্রান্তির কোনো অবকাশ নেই।

About Syed Enamul Huq

Leave a Reply