Tuesday , 4 March 2025
E- mail: news@dainiksakalbela.com/ sakalbela1997@gmail.com
ব্রেকিং নিউজ
ঢাবিতে বৈষম্যবিরোধীদের দুই পক্ষের হট্টগোল, দল ঘোষণা নিয়ে যা জানা গেল
--সংগৃহীত ছবি

ঢাবিতে বৈষম্যবিরোধীদের দুই পক্ষের হট্টগোল, দল ঘোষণা নিয়ে যা জানা গেল

অনলাইন ডেস্কঃ

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের নতুন ছাত্রসংগঠনের আত্মপ্রকাশকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে হট্টগোল তৈরি হয়েছে। এমতাবস্থায় আজ বুধবার নতুন সংগঠনের ঘোষণা হবে কি না তা নিয়ে সংশয় তৈরি হয়েছে।

জানা যায়, বুধবার (২৬ ফেব্রুয়ারি) বিকেল ৩টায় নতুন ছাত্র সংগঠনের ঘোষণা করার কথা ছিল। তবে বিকেল ৫টা পর্যন্ত দলের নাম বা নেতৃত্ব কোনোকিছুই ঘোষণা করেননি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা।

মূলত, নতুন ছাত্র সংগঠনের ঘোষণা নিয়ে মধুর ক্যান্টিনে বিক্ষোভ শুরু করেছেন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। বিকেল ৪টার দিকে তারা বিক্ষোভ শুরু করেন। এ রিপোর্ট লেখা পর্যন্ত (বিকেল ৫টা) সেখানে বিক্ষোভ ও  হট্টগোল চলছে।

বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দাবি, ছাত্রদের নতুন দলটির কমিটি গঠন করা হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রাধান্য দিয়ে। সেখানে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বৈষম্যের শিকার হচ্ছেন।

এর আগে বিভিন্ন সংবাদমাধ্যমের খবরে জানা যায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের নতুন ছাত্র সংগঠনের নাম দেওয়া হবে ‘গণতান্ত্রিক ছাত্র সংসদ’। সংগঠনটির আহ্বায়ক করা হচ্ছে আবু বাকের মজুমদারকে। যিনি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম আহ্বায়ক ছিলেন।

এছাড়া সগঠনটির সদস্য সচিব হিসেবে জাহিদ আহসান, মুখ্য সংগঠক হিসেবে তাহমীদ আল মুদাসসির দায়িত্ব পেয়েছেন। আর সংগঠনের মুখপাত্র হয়েছেন আশরেফা খাতুন।আর ঢাকা বিশ্ববিদ্যালয় সংসদের আহ্বায়ক হয়েছেন আবদুল কাদের। পাশাপাশি সদস্য সচিব হিসেবে মহির আলম, মুখ্য সংগঠক হিসেবে হাসিব আল ইসলান ও মুখপাত্র হিসেবে দায়িত্ব পেয়েছেন রাফিয়া রেহনুমা হৃদি।

About Syed Enamul Huq

Leave a Reply