Tuesday , 4 March 2025
E- mail: news@dainiksakalbela.com/ sakalbela1997@gmail.com
ব্রেকিং নিউজ
পদত্যাগ দাবি শিক্ষার্থীদের, নিজের অবস্থান জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা
--সংগৃহীত ছবি

পদত্যাগ দাবি শিক্ষার্থীদের, নিজের অবস্থান জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা

অনলাইন ডেস্কঃ
গত রাতে রাজধানীর বেশ কয়েকটি এলাকায় ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এর মধ্যে বড় ঘটনা ঘটেছে বনশ্রী এলাকায়। এক স্বর্ণ ব্যবসায়ীকে গুলি করেছে ছিনতাইকারীরা। ব্যবসায়ীর অভিযোগ, তার কাছ থেকে ছিনতাইকারীরা ২০০ ভরি স্বর্ণ এবং এক লাখ টাকা ছিনিয়ে নিয়েছে।
এ ঘটনার একটি ভিডিও মধ্যরাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। এর পর থেকে আইনশৃঙ্খলার উন্নতি ঘটনাতে না পারার দাবিতে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরীর পদত্যাগের দাবি ওঠে।রাতেই স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবি করে বিক্ষোভ হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ে। মিছিল থেকে ‘এক দুই তিন চার, জাহাঙ্গীর গদি ছাড়’, ‘দফা এক দাবি এক, জাহাঙ্গীরের পদত্যাগ’, ‘মা-বোনদের নিরাপত্তা দে, নইলে গদি ছাইড়া দে’ – ইত্যাদি স্লোগান দেওয়া হয়।
এদিকে রাত ৩টায় নিজ বাসায় জরুরি সংবাদ সম্মেলন ডাকেন স্বরাষ্ট্র উপদেষ্টা। সেখানে তিনি বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি দিনে দিনে আরো উন্নত হবে; অবনতি হওয়ার কোনো সম্ভাবনা নেই।শিক্ষার্থীরা আপনার পদত্যাগ দাবি করেছেন, ‘আপনিও কি তা-ই ভাবছেন, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, ‘তারা চায় আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি। সেটার জন্য যা যা করা দরকার আমি করব। তাহলে তো আর পদত্যাগের কোনো প্রশ্নই আসে না।’
আওয়ামী লীগের দোসররা দেশের আইনশৃঙ্খলা নষ্টের চেষ্টা করছে বলে অভিযোগ করেন স্বরাষ্ট্র উপদেষ্টা। তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেন তিনি।

About Syed Enamul Huq

Leave a Reply