Wednesday , 5 February 2025
E- mail: news@dainiksakalbela.com/ sakalbela1997@gmail.com
ব্রেকিং নিউজ
পশ্চিম তীরে সেনাচৌকিতে হামলা, ২ ইসরায়েলি সেনা নিহত
--ছবি : এএফপি

পশ্চিম তীরে সেনাচৌকিতে হামলা, ২ ইসরায়েলি সেনা নিহত

অনলাইন ডেস্কঃ

পশ্চিম তীরে একটি সামরিক চৌকিতে মঙ্গলবার বন্দুকধারীর হামলায় দুই ইসরায়েলি সেনা নিহত হয়েছেন। এরপর সেনারা গুলি চালিয়ে হামলাকারীকে হত্যা করেছে বলে জানিয়েছে ইসরায়েলি বাহিনী।

সেনাবাহিনীর এক বিবৃতিতে বলা হয়েছে, পশ্চিম তীরের উত্তরে তায়াসির এলাকায় স্থানীয় সময় সকালবেলা একটি সামরিক চৌকিতে ‘সন্ত্রাসী সেনাদের ওপর গুলি চালায়’। সেনারা পাল্টা গুলি চালিয়ে হামলাকারীকে হত্যা করেছে।

নিহত দুই সেনার মধ্যে একজন সার্জেন্ট মেজর ওফের ইয়ুং বলে নিশ্চিত করেছে সেনাবাহিনী। তবে অন্য নিহত সেনার নাম এখনো প্রকাশ করা হয়নি। এ ছাড়া আরো দুই সেনা গুরুতর আহত হয়েছেন এবং ছয়জন সামান্য আহত হয়েছেন।ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী ইসলামিক জিহাদ এই হামলাকে ‘বীরত্বপূর্ণ’ আখ্যা দিয়ে বলেছে, ‘প্রতিরোধ চলবে, যতক্ষণ না দখলদারি শেষ হয়।

এর আগে সেনাবাহিনী রবিবার জানায়, ২১ জানুয়ারি অভিযান শুরুর পর থেকে তারা অন্তত ৫০ জন যোদ্ধাকে হত্যা করেছে। তবে রামাল্লাহর ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, বছরের শুরু থেকে ইসরায়েলি বাহিনীর হামলায় পশ্চিম তীরে ৭০ জন নিহত হয়েছে। এ ছাড়া অভিযানের অংশ হিসেবে সেনারা জেনিন শরণার্থী শিবিরসংলগ্ন এলাকায় বেশ কিছু ভবন গুঁড়িয়ে দিয়েছে।

এদিকে ইসরায়েলের এই অভিযানের নিন্দা জানিয়ে রামাল্লাহর ফিলিস্তিনি কর্তৃপক্ষ একে ‘জাতিগত নিধন’ বলে অভিহিত করেছে। জাতিসংঘের ফিলিস্তিনি শরণার্থীবিষয়ক সংস্থার (ইউএনআরডব্লিউএ) মুখপাত্র জুলিয়েট তৌমা সতর্ক করেছেন, জেনিন শরণার্থী শিবিরের পরিস্থিতি ‘বিপর্যয়ের দিকে যাচ্ছে’।

জুলিয়েট আরো বলেন, ‘ইসরায়েলি বাহিনীর একের পর এক বিস্ফোরণে শিবিরের বড় অংশ পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। প্রায় ১০০টি ঘর সম্পূর্ণ বিধ্বস্ত বা মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

সূত্র : এএফপি

About Syed Enamul Huq

Leave a Reply