Monday , 3 February 2025
E- mail: news@dainiksakalbela.com/ sakalbela1997@gmail.com
ব্রেকিং নিউজ
তুরাগতীরে বিশ্ব ইজতেমার প্রথম পর্বের দ্বিতীয় ধাপ শুরু
--ফাইল ছবি

তুরাগতীরে বিশ্ব ইজতেমার প্রথম পর্বের দ্বিতীয় ধাপ শুরু

অনলাইন ডেস্কঃ

গাজীপুরের টঙ্গীর তুরাগতীরে বিশ্ব ইজতেমার প্রথম পর্বের দ্বিতীয় ধাপ শুরু হয়েছে। আজ সোমবার (০৩ ফেব্রুয়ারি) সকালে আমবয়ানের মাধ্যমে শুরু হয়েছে দ্বিতীয় ধাপ। আগামী বুধবার আখেরি মোনাজাতের মাধ্যমে দ্বিতীয় ধাপ শেষ হবে।

এরপর আট দিন বিরতি দিয়ে ১৪ ফেব্রুয়ারি শুরু হবে ৫৮তম বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব।

এর আগে গতকাল রবিবার গভীর আকুতিপূর্ণ মোনাজাতের মধ্য দিয়ে শেষ হয় তাবলিগ জামাতের ৫৮তম বিশ্ব ইজতেমার প্রথম পর্বের প্রথম দফা। রাজধানীর পাশেই টঙ্গীর তুরাগ নদের তীরে গভীর ভাবাবেগপূর্ণ পরিবেশে ‘আমিন, আল্লাহুম্মা আমিন’ ধ্বনিতে মুখরিত হয় আকাশ-বাতাস।

শুরায়ে নেজামের অনুসারীদের আখেরি মোনাজাত বা সমাপনী দোয়ায় মহান রাব্বুল আলামিনের কাছে সমগ্র বিশ্বের মুসলিম উম্মাহর ঐক্য, মুক্তি, শান্তি, সমৃদ্ধি, নিরাপত্তা, ইহকালীন ও পরকালীন কল্যাণ কামনা করা হয়।

রাজধানী ঢাকাসহ সারা দেশের কয়েক লক্ষাধিক মুসল্লি ছাড়াও আখেরি মোনাজাতে অংশ নিয়েছেন বিশ্বের অর্ধশতাধিক রাষ্ট্রের তিন সহস্রাধিক ধর্মপ্রাণ মুসলমান।ইজতেমা ময়দানের বিদেশি নিবাসের পূর্ব পাশের মঞ্চ থেকে আখেরি মোনাজাত পরিচালনা করেন মাওলানা হাফেজ মোহাম্মদ জুবায়ের আহমেদ। ২৪ মিনিটের মোনাজাতে মাওলানা জুবায়ের প্রথম ১২ মিনিট মূলত পবিত্র কোরআনে বর্ণিত দোয়ার আয়াতগুলো পাঠ করেন, শেষ ১২ মিনিট বাংলা ভাষায় দোয়া করেন।

About Syed Enamul Huq

Leave a Reply