রাজধানীতে ব্যাটারিচালিত রিকশা চলাচল বন্ধের ঘটনাকে কেন্দ্র করে এই বাহনের চালকদের বিভিন্ন দাবিদাওয়া নিয়ে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনারের সঙ্গে বৈঠকে বসেছেন চালকরা।
সোমবার সকাল ১১টায় ডিএমপির হেডকোয়ার্টারে এ বৈঠক শুরু হয়েছে।
ডিএমপি সূত্রে জানা যায়, পূর্বনির্ধারিত বৈঠকে অংশ নিতে অটোরিকশাচালকদের একটি গ্রুপ ডিএমপি সদর দপ্তরে যায়। এরপর তারা ডিএমপি কমিশনারের সঙ্গে বৈঠকে বসেন।
এই আদেশের পর থেকে রায় স্থগিত করার দাবিতে রাজধানীর বিভিন্ন এলাকায় আন্দোলন করে আসছিলেন অটোরিকশাচালকরা।