স্বরাষ্ট্রসচিব, পুলিশের মহাপরিদর্শক (আইজি), ঢাকার জেলা প্রশাসক, ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক, ঢাকা মহানগর পুলিশের কমিশনার, ট্রাফিক বিভাগের দুই যুগ্ম কমিশনারকে তিন কার্যদিবসের মধ্যে ব্যবস্থা নিতে বলা হয়। এরপরই রাস্তায় নামে ব্যাটারিচালিত রিকশা চালকরা। গত কয়েক দিনের আন্দোলনের মধ্যে রাষ্ট্রপক্ষ জানায়, তারা হাইকোর্টের আদেশ স্থগিত চেয়ে আবেদন করবে। সেই ধারাবাহিকতায় সোমবার সকালে আবেদন করা হয়।
স্থানীয় সরকার সচিব, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সচিব, স্বরাষ্ট্রসচিব, পুলিশের মহাপরিদর্শক (আইজি), ঢাকার জেলা প্রশাসক, ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক, ঢাকা মহানগর পুলিশের কমিশনার, ট্রাফিক বিভাগের দুই যুগ্ম কমিশনারকে রুলের জবাব দিতে বলা হয়।
প্যাডেল চালিত রিকশা চালকদের গড়া ‘বৃহত্তর ঢাকা সিটি করপোরেশন রিক্সা মালিক ঐক্যজোট’র পক্ষ থেকে করা এক রিটের শুনানি শেষে গত মঙ্গলবার বিচারপতি ফাতেমা নজীব ও বিচারপতি মাহমুদুর রাজীর হাইকোর্ট বেঞ্চ ঢাকা মহানগরীতে ব্যাটারিচালিত রিকশা চলাচল বন্ধে রুলসহ নির্দেশ দেন।
সে প্রেক্ষাপটে প্যাডেল চালিত রিকশা মালিকদের ঐক্যজোট হাইকোর্টে রিট করে। সে রিটের শুনানি নিয়ে ঢাকা মহানগরীতে অননুমোদিত ব্যাটারিচালিত রিকশা চলাচল বন্ধের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। আজকের এই আদেশ পাওয়ার তিন দিনের মধ্যে ব্যাটারিচালিত রিকশা চলাচল বন্ধে পদক্ষেপ নিতে কর্তৃপক্ষকে নির্দেশ দেয়া হয়েছে। সেই সাথে আদালত রুল জারি করেছেন। রুলে ব্যাটারিচালিত রিকশা বন্ধে সরকারের নিষ্ক্রিয়তা কেন অবৈধ ও বেআইনি হবে না তা জানতে চেয়েছেন।’