গাজীপুর প্রতিনিধিঃ
বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) উপ-উপাচার্য হিসেবে যোগদান করলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) নৃবিজ্ঞান বিভাগের অধ্যাপক সাঈদ ফেরদৌস । বাউবির ঢাকাস্থ উপাচার্যের কার্যালয়ে মাননীয় উপাচার্য অধ্যাপক ড. এবিএম ওবায়দুল ইসলাম এর নিকট গতকাল ১০ নভেম্বর ২০২৪ তারিখ রবিবার ড. সাঈদ ফেরদৌস তাঁর যোগদানপত্র পেশ করেন। উপাচার্য অধ্যাপক ড. এবিএম ওবায়দুল ইসলাম নবনিযুক্ত উপ-উপাচার্য অধ্যাপক সাঈদ ফেরদৌস এর যোগদানপত্র গ্রহণ করেন এবং তাঁকে অভিনন্দন জানান। এছাড়াও বিশ্ববিদ্যালয়ে মানসম্মত ও বাস্তবমূখী শিক্ষা কার্যক্রম বাস্তবায়নে নবনিযুক্ত উপ-উপাচার্য সাঈদ ফেরদৌস বিশেষ অবদান রাখবেন বলে উপাচার্য আশাবাদ ব্যক্ত করেন। এ সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. মহা. শফিকুল আলম। অধ্যাপক সাঈদ ফেরদৌস জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করেন। ১৯৯৫ সাল থেকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগে অধ্যাপনা করছেন। তিনি আমস্টারডাম ইউনিভার্সিটি, নেদারল্যান্ডস থেকে দ্বিতীয় মাস্টার্স সম্পন্ন করেন। পরবর্তিতে পিএইচডি করেন ল্যাঙ্কাস্টার ইউনিভার্সিটি, যুক্তরাজ্য থেকে। অধ্যাপক সাঈদ ফেরদৌস ২০২৩-২৪ সালে ক্যালিফোর্নিয়ার বার্কলে ইউনিভার্সিটির ইন্সটিটিউট ফর সাউথ এশিয়া স্টাডিজ এ ভিজিটিং ফেলো হিসেবে যুক্ত ছিলেন। ইতিহাস এবং নৃবিজ্ঞান শাস্ত্র হিসেবে যেখানে পরস্পরের সাথে মিশে যায়, সেই ক্ষেত্রগুলোতে কাজ করতে পছন্দ করেন ড. ফেরদৌস। তার আগ্রহের ক্ষেত্রগুলির মধ্যে রয়েছে ইতিহাস, স্মৃতি/বিস্মৃতি, , উত্তর-ঔপনিবেশিকতা, জাতি-রাষ্ট্র এবং জাতীয়তাবাদ। তাঁর পিএইচ.ডি. গবেষণাটি ১৯৪৭ সালের দেশভাগের পূর্ববঙ্গ, পাকিস্তান পর্ব এবং বাংলাদেশে এর দীর্ঘস্থায়ী পরিণতির উপর দৃষ্টি নিবদ্ধ করে। কাজটি বই হিসবে প্রকাশিত হয়েছে টেইলর অ্যান্ড ফ্রান্সিস থেকে ২০২২ সালে। খ্যাতনামা দেশী-বিদেশী প্রকাশনা সংস্থা থেকে তার বেশ কিছু রচনা বুক চ্যাপ্টার এবং প্রবন্ধ হিসেবে ছাপা হয়েছে। গত বৃহস্পতিবার (৭ নভেম্বর ২০২৪) শিক্ষা মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে অধ্যাপক সাঈদ ফেরদৌসকে বাউবিতে যোগদানের তারিখ হতে ৪ (চার) বছরের জন্য উপ-উপাচার্য হিসেবে নিয়োগ প্রদান করা হয়।