বাংলাদেশ বুদ্ধিস্ট ফেডারেশন প্রতি বছরের মতো এবারো রাজধানীর মেরুল বাড্ডায় আন্তর্জাতিক বৌদ্ধ বিহারে বিপুল উৎসাহ-উদ্দিপনা আর ধর্মীয় ভাবগম্ভীর পরিবেশে কঠিন চীবর দান পালন করবে। আগামীকাল শুক্রবার এ উপলক্ষে দিনব্যাপী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
বৃহস্পতিবার (৭ নভেম্বর) বাংলাদেশ বুদ্ধিস্ট ফেডারেশন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, তিন মাস বর্ষাবাস শেষে শুভ কঠিন চীবর দান বৌদ্ধদের জাতীয় জীবনে উৎসবমুখর পরিবেশের পাশাপাশি এক মহান ধর্মীয় অনুভূতির সৃষ্টি করে।
সভাপতিত্ব করবেন বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভার উপ-সংঘরাজ ভদন্ত ধর্মপ্রিয় মহাথের। প্রধান ধর্মদেশক হিসেবে উপস্থিত থাকবেন ভদন্ত এস লোকজিত মহাথের।
বৌদ্ধ শাস্ত্র মতে, প্রায় আড়াই হাজার বছর আগে ভগবান গৌতম বুদ্ধের জীবদ্দশায় এই ধর্মীয় আচার প্রবর্তিত হয়। ২৪ ঘণ্টার মধ্যে সূতা কাটা শুরু করে কাপড় বয়ন, সেলাই ও রঙ করাসহ যাবতীয় কাজ সম্পন্ন করে বৌদ্ধ ভিক্ষুদের দান করা হয়ে থাকে বলে একে কঠিন চীবর দান হিসেবে অভিহিত করা হয়।
উল্লেখ্য, নিরাপত্তাজনিত কারণে তিন পার্বত্য জেলায় এবার কঠিন চীবর দান অনুষ্ঠান না করার সিদ্ধান্ত নিয়েছে পার্বত্য চট্টগ্রাম সম্মিলিত ভিক্ষু সংঘ।