Saturday , 23 November 2024
E- mail: news@dainiksakalbela.com/ sakalbela1997@gmail.com
ব্রেকিং নিউজ
লক্ষ্মীপুরে প্রবাসীর বাড়িতে হাত-পা বেঁধে ডাকাতি; স্বর্ণ টাকা লুট
--রিয়াজ হোসেনের বাড়ি

লক্ষ্মীপুরে প্রবাসীর বাড়িতে হাত-পা বেঁধে ডাকাতি; স্বর্ণ টাকা লুট

লক্ষ্মীপুর জেলা প্রতিনিধিঃ

লক্ষ্মীপুরে সৌদি প্রবাসী মো.রিয়াজ হোসেনের নিজ বাড়িতে তার পিতার হাত-পা বেঁধে ডাকাতির ঘটনা ঘটে।

রিয়াজ হোসেন লক্ষ্মীপুর ৪নং চর রুহিতা ইউনিয়নের চর মন্ডল গ্রামের ১নং ওয়ার্ডের রাম্বাছাল বাড়ির শাহ আহম্মদের ছেলে।

বুধবার (৩০ অক্টোবর) রাত প্রায় ২ টায় এমন দুর্ধর্ষ ডাকাতের শিকার হন শাহ আহম্মদ ও তার স্ত্রী জোহরা খাতুন।

শাহ আহম্মদের স্ত্রী জোহরা খাতুন(৫৫) বলেন আমার ঘরের মাটি কেটে আলী আহম্মদ(৫৮), মিজান(৩৮), শাহ আলম(৫৫), শাহ আহম্মদ(৪৮), শাকিল(২৩) সহ অজ্ঞতনামা আরো ৫-৬ জন এসে প্রথমে আমার স্বামী শাহ আহম্মদকে হাত পা বেঁধে এলোপাতারি কিল ঘুষি দিয়ে আহত করে পরবর্তীতে আমার বাড়ির আলমারি, খাট, ওয়ারড্রব, ড্রেসিং টেবিল এলোমেলো করে ঘরে থাকা আড়াই ভরি স্বর্ণ নতুন ঘর নির্মাণ করার ধার করা প্রায় দেড় লক্ষ টাকার মালামাল নিয়ে চলে যায়। আমি চিৎকার করলে আমার ছোট মেয়ে শাহিনুর আক্তার(২৫), বড় ছেলের বউ রুবি আক্তার(২৫) ঘরে আসতে আসতে ডাকাতরা ঘরে থাকা মূল্যবান সবকিছু নিয়ে পালিয়ে যায়।

শাহ আহম্মদ(৬৪) বলেন আমি খুব ভয় পেয়ে গেছি, আমাকে হাত পা দড়ি দিয়ে বেঁধে মারধর করে। আমার ঘরে আমার বোনের স্বামী আলী আহম্মদ তার ছেলেসহ অজ্ঞাত পরিচয় আরো ৫-৬ জনকে নিয়ে আমার বাড়িতে দা, ছুরি ও দড়ি নিয়ে ডাকাতি করে এবং আমার বাড়িতে থাকা স্বর্ণ টাকা সহ অন্যান্য আসবাবপত্র নিয়ে যায়। আলী আহাম্মদ আমার মালিকানা জায়গা সম্পত্তি জোরপূর্ব দখল করার অনেক পায়তারা করে। এর আগেও সে আমার বাড়িতে লোকজন এনে সম্পত্তির জন্য খুন করার হুমকি-ধমকি দেয়।

লক্ষ্মীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মোন্নাফ বলেন ডাকাতির ঘটনা নিয়ে জোহরা খাতুন নিজে বাদী হয়ে থানায় অভিযোগ করেন, আমরা বিষটি তদন্ত করে পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

About Syed Enamul Huq

Leave a Reply