Thursday , 3 April 2025
E- mail: news@dainiksakalbela.com/ sakalbela1997@gmail.com
ব্রেকিং নিউজ
ঢাবিতে ছাত্রলীগের ঝটিকা মিছিলের ভিডিও ভাইরাল
--সংগৃহীত ছবি

ঢাবিতে ছাত্রলীগের ঝটিকা মিছিলের ভিডিও ভাইরাল

অনলাইন ডেস্কঃ

ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) ক্যাম্পাসে ছাত্রলীগের নেতাকর্মীদের ঝটিকা মিছিলের একটি ভিডিও ভাইরাল হয়েছে। মিছিলে অংশ নেওয়া সবাইকে কালো ক্যাপ ও মুখোশ পরা অবস্থায় দেখা গিয়েছে। এ সময় তাদের ‘হটাও ইউনূস বাঁচাও দেশ বঙ্গবন্ধুর বাংলাদেশ’ স্লোগান দিতে দেখা যায়।

বুধবার (২৩ অক্টোবর) সকালে তারা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনের সামনে থেকে মিছিল শুরু করে কলা ভবনের পিছন দিয়ে শ্যাডোর দিকে যান বলে একটি ভিডিও ক্লিপে দেখা যায়।

ভিডিওতে ‘হটাও ইউনূস বাঁচাও দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ’; ‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’; ‘মুজিব তোমায় দেখা যায়, লাল সবুজের পতাকায়’; ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ ইত্যাদি সংবলিত স্লোগান দিতে দেখা যায় তাদের।

উল্লেখ্য, ছাত্র-জনতার অভ্যুত্থানের পরিপ্রেক্ষিতে গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আওয়ামী লীগের পক্ষে এটাই প্রথম মিছিল।

About Syed Enamul Huq

Leave a Reply