Friday , 18 October 2024
E- mail: news@dainiksakalbela.com/ sakalbela1997@gmail.com
ব্রেকিং নিউজ
শেখ হাসিনার বর্তমান অবস্থান নিয়ে যা বললেন পররাষ্ট্র উপদেষ্টা
--সংগৃহীত ছবি

শেখ হাসিনার বর্তমান অবস্থান নিয়ে যা বললেন পররাষ্ট্র উপদেষ্টা

অনলাইন ডেস্কঃ
শেখ হাসিনার বর্তমান অবস্থান নিয়ে অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন বলেছেন, শেখ হাসিনার অবস্থান নিয়ে নিশ্চিত হতে পারেনি পররাষ্ট্র মন্ত্রণালয়।তিনি বলেন, আমরা দিল্লিতেও খোঁজ নিয়েছি, আমিরাতেও খোঁজ নিয়েছি; তবে কনফার্মেশন অফিশিয়ালি কেউ করতে পারেনি।আজ মঙ্গলবার (৮ অক্টোবর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের ব্রিফিংকালে এসব কথা বলেন উপদেষ্টা।

ভারতে পালিয়ে যাওয়া আওয়ামী লীগের মন্ত্রী, এমপি এবং নেতাদের বিষয়ে তিনি বলেন, ভারতে পলাতকরা দেশে ফিরতে চাইলে ট্র্যাভেল পাস ইস্যু করা যেতে পারে।

লেবানন থেকে প্রবাসীদের ফিরিয়ে আনা নিয়ে উপদেষ্টা বলেন, লেবানন থেকে যারা ফিরে আসতে চান, তাদের তালিকা করতে বলা হয়েছে। তাদের বলা হয়েছে, ওয়ার জোন থেকে তারা যেন সরে যায়। আমরা আইওএমকে অনুরোধ করেছি, তারা যেন ফ্লাইটের ব্যবস্থা করে দেয়, যাতে তারা চলে আসতে পারে।

About Syed Enamul Huq

Leave a Reply