গাজীপুর প্রতিনিধিঃ
ভবিষ্যৎ প্রজন্মকে আইসিটি (ICT) শিক্ষার গুরুত্ব তুলে ধরতে শিক্ষকদের প্রতি আহ্বান জানিয়েছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এ এস এম আমানুল্লাহ। আজ ০২ অক্টোবর, ২০২৪ তারিখে মানিকগঞ্জে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজ শিক্ষকদের এডভান্সড আইসিটি (Advanced ICT) প্রশিক্ষণ পরিদর্শনে শিক্ষকদের প্রতি তিনি এই আহ্বান জানান । এ সময় তিনি উপস্থিত শিক্ষক প্রশিক্ষনার্থীদের সাথে আলোচনা ও মতবিনিময় করেন এবং বর্তমান কারিকুলাম নিয়ে শিক্ষকদের মতামত প্রদানের জন্য আহ্বান করেন। আলোচনা শেষে তিনি সবগুলো প্রশিক্ষণ ল্যাব পরিদর্শন করেন।
এ সময় উপাচার্য মহোদয় এর সাথে উপস্থিত ছিলেন উপাচার্য মহোদয় এর সচিব এবং অতিরিক্ত রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) মোঃ আমিনুল আক্তার, প্রশিকার উপ-পরিচালক, ইঞ্জিনিয়ারিং স্টাফ কলেজের কো-অর্ডিনেটর এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রশিক্ষণ সম্বনয়ক ড. মোঃ হায়দার আলী।