Thursday , 21 November 2024
E- mail: news@dainiksakalbela.com/ sakalbela1997@gmail.com
ব্রেকিং নিউজ
মহাসড়ক অবরোধ করে বেরোবি শিক্ষার্থীদের বিক্ষোভ
--সংগৃহীত ছবি

মহাসড়ক অবরোধ করে বেরোবি শিক্ষার্থীদের বিক্ষোভ

অনলাইন ডেস্কঃ

রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) উপাচার্য নিয়োগের দাবিতে ‘উত্তরবঙ্গ ব্লকেড’ কর্মসূচির ডাক দিয়েছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। সোমবার (১৬ সেপ্টেম্বর) সকাল ১১টায় এই কর্মসূচি শুরু হয়। পরে নগরীর প্রবেশমুখ মডার্ন মোড়ে ঢাকা-রংপুর মহাসড়ক অবরোধ করে কর্মসূচি পালন করেছেন শিক্ষার্থীরা।

আন্দোলনরত শিক্ষার্থীদের দাবি, দ্রুত বেরোবিতে ভিসি নিয়োগ দিতে হবে।

  এর আগে ৪৮ ঘণ্টার এবং গত ৬ সেপ্টেম্বর থেকে ৫ কর্মদিবসের মধ্যে ভিসি নিয়োগ চেয়ে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা, শিক্ষা মন্ত্রণালয় ও ইউজিসিকে আলটিমেটাম দিয়েছেন সাধারণ শিক্ষার্থীরা।

আলটিমেটাম শেষ হলেও বেরোবিতে উপাচার্য নিয়োগ না দেওয়ায় শিক্ষার্থীরা ‘উত্তরবঙ্গ ব্লকেড’ কর্মসূচি ডাক দিয়েছে।বেরোবির শিক্ষাথী সায়ন,আরমান,সিয়াম জানান, প্রথম শহীদ আবু সাঈদ যেখান থেকে আন্দোলনের স্ফুলিঙ্গ। সেখানে আগের মতোই বৈষম্যের শিকার হচ্ছি। অনেক পাবলিক বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নিয়োগ হলেও বেরোবি বিশ্ববিদ্যালয়ে এখনো উপাচার্য নিয়োগ হয় নাই।

About Syed Enamul Huq

Leave a Reply