অবিলম্বে সংখ্যালঘু সম্প্রদায়সহ নিরীহ জনগণের ওপর হামলা বন্ধের দাবি জানিয়েছে জাতীয় শিক্ষা ও সংস্কৃতি আন্দোলনের আহ্বায়ক মাহমুদ সেলিম ও সদস্য সচিব রুস্তম আলী খোকন। বুধবার (৭ আগস্ট) এক বিবৃতিতে তারা দ্রুত নির্দলীয় সরকার গঠন করে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের আনার জন্য সংশ্লিষ্ট সকল পক্ষের সম্মতিতে সরকার গঠনের আহ্বানও জানিয়েছেন।
বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, ‘সরকার বিহীন দেশে গণআন্দোলনে অর্জিত বিজয় ক্রমশই ম্লান হয়ে যাচ্ছে। বিভিন্ন স্থানে সন্ত্রাসীরা ডাকাতি ও লুটতরাজ শুরু করেছে।
ঢাকাসহ সারাদেশে দুষ্কৃতকারী পেশাদার ডাকাত দল ডাকাতি করছে। ফলে জনজীবনে আতংক বৃদ্ধি পাচ্ছে। আইন-শৃঙ্খলা রক্ষায় কোনো বাহিনী না থাকায় অভিভাবকরা সন্তানদের স্কুল কলেজে পাঠাতে অনিরাপদ বোধ করছেন। বিভিন্ন স্থানে মুক্তিযুদ্ধের স্মৃতি বিজরিত স্থাপনা, ভাস্কার্য ভেঙে ফেলা হচ্ছে।
নেতৃবৃন্দ আরো বলেন, ‘মূলতঃ দেশে কোনো সরকার না থাকায় এমন বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হচ্ছে।
যে পর্যন্ত সরকার প্রতিষ্ঠিত না হয় সে পর্যন্ত সামাজিকভাবে প্রতিটি গ্রাম-মহল্লায় দলমত নির্বিশেষে ঐক্যবদ্ধভাবে ছাত্র-জনতার বিজয় নস্যাতকারী সকল দুষ্কৃতিকারীদের রুখে দাঁড়াতে হবে।’