দূরপাল্লার যাতায়তের নিরাপদ বাহন হচ্ছে ট্রেন। তাই যাত্রীরা সড়কপথের থেকে রেলপথকে বেঁচে নেন। শিক্ষার্থীদের কোটা সংস্কার আন্দোলনের ‘বাংলা ব্লকেড’ কর্মসূচি থেকেই সারাদেশে রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়। তখন থেকে এখন পর্যন্ত রেল চলাচল বন্ধ রয়েছে।
কবে নাগাদ ট্রেন চলাচল করবে এ বিষয়ে কোনো সিদ্ধান্ত এখনো হয়নি বলে জানিয়েছেন বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক (ডিজি) সরদার সাহাদাত। আজ রবিবার (২৮ জুলাই) সকালে এ তথ্য জানান তিনি।
ট্রেন চালানো কোনো বিষয় না, বিষয়টি হচ্ছে নিরাপত্তা।
গত ১৮ জুলাই রাজধানীর নাখালপাড়া রেলগেট এলাকায় কোট আন্দোলনকারীরা রেললাইনের ওপর আগুন জ্বালিয়ে বিক্ষোভ করলে জননিরাপত্তার স্বার্থে ট্রেন চলাচল বন্ধ রাখে বাংলাদেশ রেলওয়ে।