Sunday , 29 September 2024
E- mail: news@dainiksakalbela.com/ sakalbela1997@gmail.com
ব্রেকিং নিউজ
বারিতে বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (এপিএ) স্বাক্ষর, পুরষ্কার প্রদান ও প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
--প্রেরিত ছবি

বারিতে বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (এপিএ) স্বাক্ষর, পুরষ্কার প্রদান ও প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

গাজীপুর প্রতিনিধিঃ
বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট (বারি) এর গবেষণা উইং এর আয়োজনে (২৫ জুন ২০২৪ খ্রি.) ইনস্টিটিউটের সেমিনার কক্ষে বারি’র বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (এপিএ) স্বাক্ষর, পুরষ্কার প্রদান ও প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। উক্ত অনুষ্ঠানে “২০২২-২৩” অর্থ বছরের এপিএ সফলভাবে বাস্তবায়ন করায় বিভিন্ন ক্যাটাগরিতে প্রথম স্থান অর্জনকারীদের ক্রেস্ট ও সনদ প্রদান এবং বিএআরআই এর আওতাধীন সকল উইং/কেন্দ্র/বিভাগ/আঞ্চলিক কেন্দ্র এবং প্রকল্প প্রধানগনের সাথে চুক্তি স্বাক্ষরিত হয়।

বারি’র পরিচালক (গবেষণা) ড. মো. আব্দুল্লাহ ইউছুফ আখন্দ এর সভাপতিত্বে অনুষ্ঠিত এ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বারি’র মহাপরিচালক ড. দেবাশীষ সরকার। উক্ত কর্মশালায় পুরস্কার বিতরণ এবং মূল প্রবন্ধ উপস্থাপনা করেন বারি’র মহাপরিচালক ড. দেবাশীষ সরকার। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিচালক (সেবা ও সরবরাহ) ড. ফেরদৌসী ইসলাম, পরিচালক (পরিকল্পনা ও মূল্যায়ন) ড. মো. আবু হেনা ছরোয়ার জাহান। অনুষ্ঠানে বারি’র সকল উইং/কেন্দ্র/বিভাগ/আঞ্চলিক কেন্দ্র এবং প্রকল্প প্রধানগন উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি কো-অর্ডিনেট করেন প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা (গবেষণা) এবং এপিএ ফোকাল পয়েন্ট ড. মো. দাউদ হোসেন।

About Syed Enamul Huq

Leave a Reply