অনলাইন ডেস্কঃসেনাবাহিনীর এসবিপি (বার), ওএসপি, এনডিইউ, পিএসসি, পিএইচডি সামরিক কর্মকর্তা, জেসিও ও অন্যান্য পদবির সেনা সদস্যদের উদ্দেশে বিদায়ি দরবার গ্রহণ ও মতবিনিময় করেন সেনাপ্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ।গতকাল শনিবার (২২ জুন) বিদায়ি দরবার গ্রহণ ও মতবিনিময় চলাকালীন সব সেনানিবাস থেকে সেনা সদস্যরা ভিডিও টেলি কনফারেন্সের (ভিটিসি) মাধ্যমে সংযুক্ত থেকে দরবারে অংশগ্রহণ করেন।সেনাবাহিনী প্রধান তার বিদায়ি দরবারে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রীর ঐকান্তিক প্রচেষ্টায় বাংলাদেশ সেনাবাহিনী আজ একটি আধুনিক ও চৌকস বাহিনী হিসেবে বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড়িয়েছে।’
এ ছাড়া তিনি দায়িত্ব পালনকালে সর্বাত্মক সহযোগিতা করার জন্য সংশ্লিষ্ট সবার প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা ব্যক্ত করেন।
দরবারে ঢাকা সেনানিবাসে কর্মরত জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তাসহ অন্য কর্মকর্তা, জেসিও ও অন্যান্য পদবির সেনা সদস্যরা উপস্থিত ছিলেন।