ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনার হত্যাকাণ্ডে মাস্টারমাইন্ড আক্তারুজ্জামান শাহিনের দুই সহযোগীর জড়িত থাকার তথ্য পেয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। তাদের একজন তাজ মোহাম্মদ খান ওরফে হাজী এবং অন্যজন মো. জামাল হোসেন।
অভিযুক্ত তাজ মোহাম্মদ খান কোটচাঁদপুর বাজারপাড়া এলাকার মৃত লাল মোহাম্মদের ছেলে ও মো. জামাল হোসেন পোস্ট অফিস পাড়া এলাকার মৃত আলতাফ হোসেনের ছেলে।
স্থানীয়রা জানায়, তাজ মোহাম্মদ ও জামাল হোসেন দুজনেই আক্তারুজ্জামান শাহিনের ব্যবসা-বাণিজ্য দেখভাল করতেন।
শাহিন দেশের বাইরে থাকলে তখন তার সবকিছু নিয়ন্ত্রণ করতেন তাজ মোহাম্মদ। এমপি আনার হত্যাকাণ্ডের সপ্তাহ দুয়েক আগে থেকেই এলাকায় তাদের দেখা যায়নি।
তাজ হাজী হত্যাসহ একাধিক মামলার আসামি। তাজ ও জামাল দুজনে মিলে শাহিনের বাগানবাড়িতে অধিকাংশ সময় থাকতেন। এমনকি শাহিন কোটচাঁদপুরের বাইরে থাকলে ওই বাগান বাড়িতে আগত অতিথিদের আমোদ-প্রমোদের ব্যবস্থা করে দিতেন তারা।
শাহিনের সকল লেনদেন তাজ হাজী করত। এখন ব্যস্ত রয়েছি, পরে আরো বিস্তারিত বলতে পারব।’