লক্ষ্মীপুর জেলা প্রতিনিধিঃ
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের লক্ষ্মীপুর জেলা কার্যালয় কর্তৃক জেলা সদরে অভিযান পরিচালনা করেছে।
বৃহস্পতিবার (৩০মে) দুপুরে জেলা কার্যালয়ের সহকারী পরিচালক নুর হোসেন এর নেতৃত্বে উক্ত অভিযান চালানো হয়েছে।
অভিযানে ১টি হসপিটাল ও ২টি ফার্মেসি’কে ৫৫ হাজার টাকা জরিমানা করা হয়।
এ প্রসঙ্গে অভিযান পরিচালনাকারী জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের জেলা কার্যালয়ের সহকারী পরিচালক নুর হোসেন সকালবেলা’কে জানান জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক মহোদয়ের অর্পিত ক্ষমতাবলে, জেলা প্রশাসক লক্ষ্মীপুর মহোদয়ের নির্দেশনা মোতাবেক এবং লক্ষ্মীপুর সদর থানা পরামর্শ অনুযায়ী আজ লক্ষ্মীপুর সদর হাসপাতালে এলাকায় ঔষধ ফার্মেসী দোকানে তদারকি অভিযান পরিচালনা করা হয়েছে। মেয়াদ উত্তীর্ণ ওষুধ ও ভোক্তার অভিযোগে ওষুধের মূল্য বেশি রাখায় স্টার কে.এস হসপিটাল’কে ৩০ হাজার টাকা, মেয়াদ উত্তীর্ণ ওষুধ রাখায় মাহমুদ ফার্মেসি’কে ৫০০০ টাকা ও ভূইয়া ফার্মেসি’কে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের লক্ষ্মীপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক নুর হোসেন। এ অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।