Thursday , 19 September 2024
E- mail: news@dainiksakalbela.com/ sakalbela1997@gmail.com
ব্রেকিং নিউজ
প্রয়োজনে ডিএনএ স্যাম্পল দিতে কলকাতা যেতে চান আনারকন্যা ডরিন
--সংগৃহীত ছবি

প্রয়োজনে ডিএনএ স্যাম্পল দিতে কলকাতা যেতে চান আনারকন্যা ডরিন

অনলাইন ডেস্কঃ

কলকাতার সঞ্জীবা গার্ডেনসের ফ্ল্যাটের সেপটিক ট্যাংক থেকে মরদেহের খণ্ডাংশ উদ্ধার করা হয়েছে বলে দাবি করেছেন ভারতে বাংলাদেশের গোয়েন্দা দলের প্রতিনিধি উপকমিশনার (ডিসি) মো. আ. আহাদ।

ঝিনাইদহ-৪ (কালীগঞ্জ) আসনের সংসদ সদস্য আনোয়ারুল আনার আজীমকে ওই ফ্ল্যাটে হত্যা করা হয়েছে বলে ধারণা তদন্ত কর্মকর্তাদের। তবে এগুলো আনারের মরদেহের খণ্ডাংশ কি না, সেটা এখনো নিশ্চিত করেনি ডিবি।

এদিকে ফ্ল্যাটের সেপটিক ট্যাংক থেকে উদ্ধারকৃত মরদেহর খণ্ডাংশ এমপি আনারের কি না, তা প্রমাণে ডিএনএ পরীক্ষার স্যাম্পল দিতে কলকাতায় যেতে প্রস্তুত তার মেয়ে মুমতারিন ফেরদৌস ডরিন।

তিনি বলেন, ‘আমার ভারতীয় ভিসা হয়েছে। কলকাতা পুলিশ ডাকলে ডিএনএ টেস্টের স্যাম্পল দিতে যাব। আমি আমার বাবা হত্যার বিচার চাই।

এর আগে মঙ্গলবার বিকেলে কলকাতা পুলিশ ভবনটির স্যুয়ারেজ লাইনের পাইপ ও সেপটিক ট্যাংকে মরদেহের খণ্ডাংশের খোঁজে অভিযান চালায়।

About Syed Enamul Huq

Leave a Reply