ঢাকা মহানগর এলাকার ফুটপাত দখল, ভাড়া ও বিক্রির সঙ্গে জড়িতদের তালিকা চেয়েছেন হাইকোর্ট। স্বরাষ্ট্র অথবা স্থানীয় সরকার সচিবকে আগামী ১৩ মে-এর মধ্যে এ তালিকা হলফনামা করে আদালতে দাখিল করতে নির্দেশ দেওয়া হয়েছে। সেই সঙ্গে ফুটপাত দখল ও বিক্রির সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া হয়েছে, তাও জানাতে বলা হয়েছে দুই সচিবকে।
ফুটপাত দখল, ভাড়া ও বিক্রি বন্ধে গঠিত কমিটির প্রতিবেদন দেখে বিচারপতি শেখ হাসান আরিফ ও বিচারপতি মো. বজলুর রহমানের হাইকোর্ট বেঞ্চ আজ সোমবার এ আদেশ দেন।
আদালতে প্রতিবেদনটি উপস্থাপন করে শুনানি করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল অমিত তালুকদার। রিটকারী পক্ষে শুনানি করেন আইনজীবী মনিজিল মোরসেদ।
ঢাকা মহানগর এলাকার ফুটপাত দখল, ভাড়া ও বিক্রির সঙ্গে জড়িতদের চিহ্নিত করতে ৫ সদস্যের কমিটি গঠন করতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে নির্দেশ দেওয়া হয়। আর কমিটিকে ৬০ দিনের মধ্যে ফুটপাত দখল, ভাড়া ও বিক্রির সঙ্গে জড়িতদের তালিকা দিতে নির্দেশ দেওয়া হয়।
পরে ফুটপাত দখল, ভাড়া ও বিক্রি বন্ধে ২৪ আগস্ট সভা করে এ কমিটি। সভায় ১৫ দিনের মধ্যে রাজউক ও ঢাকার দুই সিটি কর্পোরেশনকে ফুটপাতের তালিকা তৈরির পাশাপাশি ফুটপাত দখল, ভাড়া ও বিক্রির সঙ্গে জড়িতদেরও তালিকা তৈরির নির্দেশ দেওয়া হয়।
মানুষ নির্বিঘ্নে ফুটপাত দিয়ে চলাচল করতে পারছে না।”